Jafargonj Mir Abdul Gafur College Short History


কলেজের ইতিহাস
জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রী কলেজটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। কুমিল্লা- সিলেট মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবিস্থিত এ কলেজটি দেবিদ্বার উপজেলার প্রথম বেসরকারি কলেজ। ১৯৮৬ সালে এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এদতাঞ্চলের লোকজনের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটির যাত্রা শুরু হয়। জমি ও অর্থ সহায়তায় বিশেষ অবদানের কারণে স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মীর আব্দুল গফুরের নামে কলেজের নামকরণ করা হয় । কলেজটির যাত্রা লগ্নে তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মেধাবী ছাত্র জনাব মো. শাহ আলমের অবৈতনিকভাবে পাঠদানের মাধ্যমে কলেজের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন। এরই মধ্যে সরকারী ও বেসরকারী পর্যায়ে খ্যাতিমান ব্যক্তিবর্গ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের একজন খ্যাতনামা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও অত্র এলাকা কৃতি সন্তান জনাব মো. শাহ আলম ।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । প্রথম দিকে উচ্চ মাধ্যমিক স্তর থেকে এর কার্যক্রম শুরু হয়। দেবিদ্বার উপজেলা ছাড়াও পাশের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার বিপূল সংখ্যক শিক্ষার্থী এখানে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
স্বীকৃতি ও এমপিওভুক্ত : কলেজটি ১৯৮৮ সালের ১লা জুলাই শিক্ষা কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করে । ১৯৯৩ সালের ১ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এমপিওভুক্তি লাভ করে। ২০১৫-১৬ শিক্ষা বর্ষে কলেজটি ডিগ্রি স্তরের জন্য অনুমোদিত হয় ।